
"জুলাই পদযাত্রা ২০২৫" এর ত্রয়োদশতম দিনে ঝালকাঠির নেছারাবাদে অবস্থিত প্রাচীন আধ্যাত্মিক প্রতিষ্ঠান খানকায়ে মুসলিহীন-এ পরিদর্শনে যান জননেতা নাহিদ ইসলাম এবং এনসিপি (ন্যাশনাল কনসেন্সাস পার্টি)-এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
খানকার পবিত্র প্রাঙ্গণে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন নেতারা। পরবর্তীতে খানকার দায়িত্বশীলদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তাঁরা।
নাহিদ ইসলাম বলেন,
“খানকায়ে মুসলিহীনের মত আধ্যাত্মিক প্রতিষ্ঠানগুলো আমাদের জাতীয় মূল্যবোধ ও সমাজ উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রেখে চলেছে। এনসিপি বিশ্বাস করে, নৈতিকতা ও আধ্যাত্মিকতাই টেকসই রাজনৈতিক পরিবর্তনের ভিত্তি।”
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ঝালকাঠি জেলা সভাপতি, নেছারাবাদ উপজেলা শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এই সফর ছিল এনসিপি’র মাসব্যাপী "জুলাই পদযাত্রা" কর্মসূচির অংশ, যার মাধ্যমে দলটি দেশের নানা অঞ্চলে জনগণের সঙ্গে সরাসরি সংলাপ ও সম্প্রীতির বন্ধন জোরদার করছে।